চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটায় ব্যবহৃত দু’টি ডাম্পার জব্দ করা হয়।
বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারোদোনা এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো- লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে ইয়াছিন আরফাত (২১), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। এছাড়া দুটি ডাম্পার ট্রাক জব্দ করি। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর