জুলাই আন্দোলনে মহেশখালীতে ছাত্রজনতার মিছিলে বাধা ও মারধরের অভিযোগে কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে প্রধান আসামি করে ১৫৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৫০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা ইয়াছিন আরাফাত নামের এক যুবক থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।
মামলায় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মকসুদ মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ফজলে আজিম মো. ছিবগাতুল্লাহ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সাংবাদিক এরফান। মোট ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে তৎকালীন জুলাই আন্দোলনের সমর্থনে মহেশখালীর ছাত্রজনতা মিছিল করলে তাতে উল্লেখিত আসামি ও তাদের সহযোগীরা মিছিলে বাধা ও মারধর করে। এ সময় ছাত্রদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে উল্লেখ করা হয়।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ