কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লালাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গত (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিল লালা।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে আটকের পর লালাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ