কক্সবাজারের মহেশখালীতে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার হোয়ানক টাইম বাজার এবং কালারমারছড়া আধাঁরঘোনা বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্যাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিভিন্ন দোকানে দোকানে মালের মজুদ পণ্যের গুণগতমান ও বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূলের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আহমেদ, সাব-ইন্সপেক্টর জীবন চন্দ্র দাস প্রমুখ।
পূর্বকোণ/পিআর