চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাজস্থলীতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

রাজস্থলী সংবাদদাতা

৪ মার্চ, ২০২৫ | ৪:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, ট্রাকটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের কাজে ব্যবহার করার জন্য চট্টগ্রাম থেকে পাথর নিয়ে আসছিল। পাথর নিয়ে ট্রাকটি উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

 

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি ট্রাক দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট