পরিবেশ বিপর্যয় রক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ইটভাটা অপসারণে তাগাদাপত্র দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআরএফ)। গত ২৪ ফেব্রুয়ারি বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট এএম জিয়া আহসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর এই তাগাদাপত্র দেন।
এতে উল্লেখ করা হয়, চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলসহ চট্টগ্রামের বেশির ভাগ ইটভাটার লাইসেন্স নেই। তবুও প্রশাসনের নাকের ডগায় এসব ইটভাটা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আবাদি জমির টপসয়েল ছাড়াও এসব ভাটায় ব্যবহৃত হচ্ছে পাহাড়ি মাটি। ইট পোড়াতে নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। এর ফলে উর্বরতা হারাচ্ছে জমি। ভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসলের ফলনও দিন দিন কমে যাচ্ছে। এতে আরও জানানো হয়, চন্দনাইশের পাহাড় ও সমতলে গড়ে ওঠা ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। বিজ্ঞপ্তি