চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির আন্দোলনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে লোহাগাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের টিটু মহাজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ মার্চ বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স টিমের সহয়তায় তাকে সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক ৩টি মামলা রুজু হয়। ওই সব মামলায় এজাহারনামীয় ৭৬ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার ৪ শত জনকে আসামি করা হয়। গ্রেপ্তার টিটু মহাজন এসব মামলার এজারভুক্ত আসামি বলে জানান ওসি মো. আরিফুর রহমান।
পূর্বকোণ/মনির/আরআর/পারভেজ