চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, সীতাকুণ্ডে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ মার্চ, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, মুল্য তালিকা প্রদর্শন না করে নায্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌরসদরস্থ কলেজ রোডের বাংলাদেশ স্টোরের স্বত্বাধিকারী মো. কামাল উল্লাকে ১২ হাজার টাকা এবং ফলের দোকানী মো. আলতাফ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট