চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রমজানে বেড়েছে লেবুর চাহিদা, দাম আকাশচুম্বী

পূজন সেন, বোয়ালখালী

৩ মার্চ, ২০২৫ | ১:২০ অপরাহ্ণ

হঠাৎ করেই বাজারে বেড়ে গেছে লেবুর দাম। প্রতি জোড়া লেবুর দাম হাঁকছে ২৫ থেকে ৩০ টাকা। এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা। বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা, আমুচিয়া ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ের আবাদ করা বাগানের লেবু সারাদেশ সমাদৃত। পাইকাররা লেবুর আড়ত থেকে কিনে নিয়ে যান চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজার, কুমিল্লা, ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে। গতকাল রবিবার উপজেলার করলডেঙ্গা বু-আলী কালন্দর শাহ (রহ) মাজার সড়কের লেবু আড়ত, নয়া বাজার, জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম এলাকার লেবুর আড়ত ঘুরে দেখা গেছে, বাগান থেকে সংগ্রহ করে মজুরেরা ভারে ভারে কাঁধে বয়ে নিয়ে আসছেন কচি লেবু। আড়তদাররা ভারপ্রতি সাইজ ভেদে ২৫০০ টাকা থেকে ২৮০০ টাকা দরে ক্রয় করছেন।

 

 

প্রতি ভারে ২৫০-২৬০টি পর্যন্ত লেবু থাকে। আড়তদার মো. সোলায়মান বলেন, বাজারে এখন লেবুর প্রচুর চাহিদা। লেবুর মৌসুম না হওয়া সত্ত্বেও বাজারে ভালো দাম পাওয়ায় ‘কড়া’ (কচি) লেবু বিক্রি করে দিচ্ছেন বাগানিরা। কয়েকজন লেবু বাগান মালিকের সাথে কথা বলে জানা গেছে, লেবু বাগান পানি দিয়ে ডোবানো (সেচ) আগাম ফলন আসতে শুরু করেছে মাত্র। এতে অনেক খরচ পড়েছে। এছাড়া দৈনিক জনপ্রতি ৬২০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে।

 

 

উপজেলার জোট পুকুর পাড় এলাকার খুচরা লেবু বিক্রেতা মো. সাকিব বলেন, প্রতিটি লেবু পাইকারি ২০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এরপর পরিবহন খরচ যোগ হচ্ছে। ফলে দামও বাড়তি নিতে হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। সেইজন্য লেবু বিক্রি বন্ধ করে দিয়েছি।

 

 

পৌর সদরের লেবু বিক্রেতা শামসু মিয়া বলেন, প্রতি জোড়া ৩৫-৪০ টাকায় বিক্রি করছি। সাইজভেদে দাম নিচ্ছি। বাগান থেকেই দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। লেবু কিনতে চাওয়া আবুল কালাম বলেন, কি লেবু নিবো, যে দাম দিচ্ছে। ছোট ছোট লেবুর জোড়া ২৫ টাকা। একি সোজা কথা। সারাদিন রোজা রেখে ইফতারের সময় লেবুর শরবত করতে লাগে। তাই নিতে চেয়েছিলাম।

 

 

এসময় পাশে দাঁড়ানো আবদুল হক নামের এক ব্যক্তি বলেন, গতকাল দাম বেশি দিয়ে নিয়েছিলাম। লেবুতে রসও নাই তেমন। এখনো ‘কড়া’ লেবু।

 

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট