চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

দক্ষিণ জেলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ, ২০২৫ | ১:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের তত্ত্বাবধানে দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটিগুলো হচ্ছে, পটিয়া সরকারি কলেজ, মুজাফরাবাদ কলেজ, মনসা স্কুল এন্ড কলেজ, বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসা, বাঁশখালী ডিগ্রি কলেজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, পশ্চিম বাঁশখালী গন্ডামারা ফাজিল মাদ্রাসা, বাঁশখালী জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসা, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা ও আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ। একইসাথে নতুন কমিটির নেতৃবৃন্দকে ২ মার্চ হতে আগামী ৩০ দিনের মধ্যে অনুমোদিত কমিটিসমূহ পূর্ণাঙ্গ করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর বরাবর জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।

 

ঘোষিত কমিটির মধ্যে রয়েছে, পটিয়া মনসা স্কুল এন্ড কলেজে ৫ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার (সানজু), পটিয়া মুজাফরাবাদ কলেজে ৫ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু নাঈম ফারদিন, বাঁশখালী ডিগ্রি কলেজে ১০ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি মোহাম্মদ তারেক ও সাধারণ সম্পাদক আব্দুল হক রুহিত, লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া ডিগ্রি মাদ্রাসায় ২ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি হাফেজ ইকবাল হোসেন বুলু ও সাধারণ সম্পাদক হাফেজ আকিব হাসান আল সাঈদী, লোহাগাড়া মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে ৭ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি সালমান এইচ রহমান ও সাধারণ সম্পাদক ইমরান মোহাম্মদ তুষার, পশ্চিম বাঁশখালী গন্ডামারা মাদ্রাসার ৫ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোছাইন, পটিয়া সরকারি কলেজে ২২ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি মারুফ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, বাঁশখালীর জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসায় ৫ সদস্যের ছাত্রদলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মাহি, বোয়ালখালীর বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসায় ৫ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি মোহাম্মদ কলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং পশ্চিম বাঁশখালীর উপকূলীয় ডিগ্রি কলেজে ১১ সদস্যের ছাত্রদলের কমিটির সভাপতি আ জ ম ওবাদুল্লায়ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট