গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১ হাজার জাল টাকার নোটসহ মো. শাহ আলম (৩৫) নামে একব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পদুয়া বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পার্শ্বের নুরুর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. শাহ আলম আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজারবিঘার ফেরদৌস আহমদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্প ইনচার্জ মেজর আহসানুল করিম রাঈম এবং থানার এসআই এনায়েত হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
উল্লেখ্য, উক্ত আসামির বিরুদ্ধে পূর্বেও জাল টাকা সংক্রান্ত মামলা এবং চুরি সংক্রান্ত মামলা রয়েছে। জাল টাকা সংক্রান্ত মামলায় তার স্ত্রী জান্নাত আরাও আসামি।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ