শুরু হয়েছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময় ক্রেতা চাহিদা থাকায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বাজারগুলোতে ভোগান্তি তৈরি করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট।
জনসাধারণের কথা মাথায় রেখে সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে রমজানের প্রথমদিনই উখিয়ায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২ মার্চ) বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া ব্যস্ততম হাটবাজার কোটবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী।
এ সময় ন্যায্য দামে পণ্য বিক্রি না করা, সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধ দোকান পরিচালনাসহ নানা অনিয়মের কারণে ৪টি মামলায় অভিযুক্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, যানজট নিরসন এবং দ্রব্যমূল্যের অবৈধ সিন্ডিকেট প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ