চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মূল্যতালিকা না রাখায় মহেশখালীতে ব্যবসায়ীকে জরিমানা

মহেশখালী সংবাদদাতা

২ মার্চ, ২০২৫ | ৯:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ মার্চ) গোরকঘাটা বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ সময় তিনি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান। অভিযানে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায় করায় গোরকগাটা বাজারের চার অসাধু ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট