চট্টগ্রাম নগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় ইফতার সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে রোকসানা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে হতাহতের এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মাবুদ শিপিং লাইনের স্বত্ত্বাধিকারী মাবুদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরীর পক্ষ থেকে অসহায় ও শ্রমজীবী নারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সাড়ে ৫ টার দিকে প্রায় আড়াই থেকে ৩০০ মানুষ ভিড় করে ইফতার সামগ্রী নিতে। সেখানে ইফাতার নিতে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, মাগরিবের আগে বিশিষ্ট ব্যবসায়ী মাবুদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরীর পক্ষে তাদের কর্মচারীরা ইফতার সামগ্রী বিতরণ করছিলেন নারীদের মধ্যে। এ সময় হঠাৎ হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে রোকসানা নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর