চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে দুই দোকানিকে অর্থদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

২ মার্চ, ২০২৫ | ২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় দুই দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ মার্চ) উপজেলার শাকপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি বলেন, সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মুদির দোকান গোলবাহার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মুক্তা স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাউলের আড়ত, সবজি ও মাছ বাজার ঘুরে মূল্য যাচাই করে দেখা হয়েছে।

 

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট