চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রমজানের পবিত্রতা রক্ষায় কুতুবদিয়ায় মাইকিং

কুতুবদিয়া সংবাদদাতা

১ মার্চ, ২০২৫ | ১১:২২ অপরাহ্ণ

রমজানের পবিত্রতা রক্ষার্থে কুতুবদিয়ায় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।

 

আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাজারজুড়ে প্রচারিত মাইকিংয়ে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে দ্বীপবাসীকে।

 

এ সময় মাইকিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানায়, পুরো রমজানজুড়ে ধুরুং বাজারের চায়ের দোকান, খাবার হোটেল ও কোলিং কর্নার দিনের বেলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। কোনো মুসলমান দোকানপাট খোলা রেখে খাবার বিক্রি করলে বাজার ব্যবস্থাপনা কমিটি আইনগত ব্যবস্থা গ্রহণ করিবে।

 

তবে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট খোলা রাখার বিধান থাকলেও সামনের অংশে কোনো ধরনের পর্দা না টাঙানো বা কোনো মুসলিমকে দোকানে প্রবেশ না করানোর শর্ত দেওয়া হয়েছে। কেউ জোরপূর্বক প্রবেশ করতে চাইলে বাজার কমিটিকে অবগত করার জন্য বলা হয়েছে।

 

এছাড়া বাজার সংলগ্ন সকল কোচিং সেন্টার সকাল ৮টার আগে চালু না রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট