চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া মো. আ. ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫) ও মো. ছোটন (২৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টা ১৫মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাদের সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারের পর আটকদের দেওয়া তথ্য মতে ফার্মের উত্তর পশ্চিম কর্নারে একটি চটের বস্তার ভিতর রক্ষিত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ