চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

শেষ হলো সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলা, তীর্থ দর্শন শেষে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:১৭ অপরাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী আয়োজিত শিব চতুর্দশী মেলা সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেলার শেষ দিন সকালে শিব চতুর্দশীর পুণ্য তিথি সমাপ্ত হবার পর থেকে দূরাগত পুণ্যার্থীরা ফিরে যেতে থাকেন। তবে চতুর্দশীর পর অমাবস্যা তিথি শুরু হওয়ায় পূর্ব পূরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ-তর্পন করতে ব্যাসকুণ্ডে জড়ো হন পিতা-মাতা হারানো বহু মানুষ।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলিযুগের অন্যতম প্রধান তীর্থ ভূমি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক কয়েক’শ বছর ধরে শিব চতুর্দশীর পুণ্য তিথিতে লাখ লাখ পূণ্যার্থীর আগমন হয়ে আসছে। প্রতিবছর ফাল্গুনী শিব চতুর্দশী তিথিকে ঘিরে এই তীর্থ ভূমিতে স্বয়ং আবিভূত দেবাধিদেব মহাদেবের দর্শন ও পূজার জন্য দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। শিব চতুর্দশী তিথির একদিন আগ থেকে একদিন পর পর্যন্ত তিন দিনব্যাপী ১৫-২০ লাখ ভক্ত সমাগম উপলক্ষ্যে এখানে পণ্য মেলা বসে।

 

মেলাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম্রাইন কমিটি, মেলা কমিটিসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে কাজ করেন। মেলার তিন দিন পৌরসদর মহাসড়ক থেকে পাহাড় চূড়া পর্যন্ত চার কি.মি, এলাকা মুখরিত হয়ে উঠে পূণ্যার্থীদের পদভারে। চন্দ্রনাথ ধাম মহাতীর্থের আবার তিনটি অংশ। মাঝে চন্দ্রনাথ, উত্তরে লবনাক্ষ (ছোটদারোগারহাট) ও দক্ষিণে বাড়বানল (বাড়বকুণ্ড)। পূণ্যার্থীরা সীতাকুণ্ডে এসে সুদীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে ১২’শ ফুট উচ্চতায় চন্দ্রনাথ ও বীরুপাক্ষ, পাহাড় তলেদেশে শম্ভুনাথ, জগন্নাথ, ভবানী, রামসীতা মন্দির, হনুমান মন্দির ভৈরবসহ অসংখ্য মঠ-মন্দির দর্শন করে ফিরে যান। ব্যতিক্রম হয়নি এবারো।

 

২৫-২৭ ফেব্রুয়ারি তিন দিন এবারের মেলাকে ঘিরে অন্তত ১২-১৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এখানে। মেলায় ভিড়ে চাপে ষ্ট্রোক করে মানা যান দুই নারী-পূরুষ। তারা হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানার গালাগাও ইউপির শান্তিনগর হাবীবপুর এলাকার মনোরঞ্জন সরকারের স্ত্রী দিপা সরকার (৪৮) এবং কক্সবাজারের চকরিয়া থানার ফাসিয়াখালী গ্রামের মৃত মাগন দাশের পুত্র বান্টু দাশ (৫০)।

 

এছাড়া তিন দিনে শতাধিক মানুষ অসুস্থ ও আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট