ওমরা শেষে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নুরুল আলম প্রকাশ নুরু (৬২) নামের হাটহাজারীর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দুবাইয়ের শারজাহ আল কুয়েতি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নুরুল আলম নুরু পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
তিনি পৌরসভার বাস স্টেশনের রাজীব স্টুডিওর স্বত্বাধিকারী।
নিহতের পুত্র দুবাই প্রবাসী হাসান বলেন, চলতি মাসের ১২ ফেব্রুয়ারি আমার বাবা পবিত্র ওমরা হজ্ব করার উদ্দেশ্যে সৌদিতে রওনা হন। সেখানে ওমরা হজ্ব পালন শেষে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যোগে দুবাইয়ের সারজা এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে পুনরায় দেশে ফেরার কথা ছিলো। কিন্তু দুবাই ল্যান্ড করার পূর্বে বিমানে তিনি হঠাৎ অসুস্থবোধ করলে বিমান ল্যান্ড করার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ বাবাকে দ্রুত শারজাহ আল কুয়েতি হসপিটালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে নিহতের লাশ ওই হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত লাশ দেশে পাঠানো হবে।
পূর্বকোণ/শিমুল/এএইচ