চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাউজানের দুর্ধর্ষ সন্ত্রাসী লোকমানকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৭ অপরাহ্ণ

রাউজানে যুবলীগ কর্মী মোহাম্মদ হাসান হত্যার সন্দেহভাজন প্রধান আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী লোকমান প্রকাশ লাড্ডুমকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এলাকার একটি গ্রুপ তাকে মারধর করে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াপাড়া থেকে থানা পুলিশের হাতে তুলে দেয়।

তবে পুলিশ জানিয়েছেন- পুলিশ-জনতার যৌথ অভিযানে লোকমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি সূত্র জানায়, অভ্যান্তরীন কোন্দলের জের ধরে বিএনপি নামধারী সন্ত্রাসী গ্রুপের একাংশ লোকমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় মারধর করে থানা পুলিশের কাছে তুলে দেয়।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, থানা পুলিশ ও জনতার যৌথ অভিযানে সন্ত্রাসী লোকমান আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। জনতার আক্রমনে সে পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে।’

ওসি আরো বলেন, ধৃত লোকমান পূর্বের দুটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। সে একসপ্তাহ আগে নোয়াপাড়ায় সংঘটিত হাসান হত্যায় সরাসরি জড়িত আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সে জন্য সে প্রধান আসামি হিসেবে সন্দেহভাজন।

জানা যায়, আটক লোকমান নোয়াপাড়া চৌধুরী হাট এলাকার বাসিন্দা। তিনি এলাকার বিএনপি নামধারী সন্ত্রাসী গ্রুপের সদস্য।

গত সপ্তাহে নোয়াপাড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবলীগ কর্মী হাসানকে কুপিয়ে, পিটিয়ে খুন করা হয়েছিল।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট