চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মহেশখালীতে এনজিওকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই

মহেশখালী সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে একটি এনজিও সংস্থার শাপলাপুর শাখার ম্যানেজারকে গুলি করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তি হলেন- সশেরপুর জেলার নগর কান্ধা উপজেলার উত্তর বগনাতপুর ইউনিয়নের আবদুল আজিজ শেখের পুত্র কাইছার হামিদ (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ রিক সংস্থার ম্যানেজার সমিতির মাসিক কিস্তির টাকা উত্তোলন করে শাপলাপুর বাজারের অফিসে যাচ্ছিলেন। জেমঘাট বাজার এলাকার আগে পাহাড়ি ঢালায় পৌঁছার পর আগে থেকে উৎপেতে থাকা অস্ত্রধারী  দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে অস্ত্র বের করে কাইছারের বুকে গুলি ও হাতে দায়ের কুপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করেছে। পরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসী দল। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কাইছারকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ- জেএম ঘাট ঢালুসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক অপরাধী চক্র সক্রিয়। তারা সন্ধ্যার পর বিভিন্নস্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে- তাদের আইনের আওতায় আনা হবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট