চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ফটিকছড়ির চা বাগানে মিলল যুবকের মরদেহ

নাজিরহাট সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের একটি চা-বাগান থেকে বেলাল (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিউ দাঁতমারা চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ, জানায়- লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

নিহত বেলাল উপজেলার বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকার মোহাম্মদ শরিয়তুল্লাহর ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দাঁতমারা চা বাগান থেকে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট