ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে সভাপতি ও সৈয়দ আবদুল কাইয়ুমকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর হোটেল ওয়েল পার্কের ৯ম তলার সম্মেলন কক্ষে এটি সম্পন্ন হয়েছে।
আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল কাইয়ুমের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ’র কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম জোনের সভাপতি ডা. এ কে ম ফজলুল হক, সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মো. জাকারিয়া ও ডা. মো. আবু নাছের। জেলা কমিটি ঘোষণা করেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটির ট্রেড সম্পাদক আলিমুল এহসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক চেয়ারম্যান ও অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিন। দারসুল কুরআন পেশ করেন দক্ষিণ জেলার উপদেষ্টা ড. হেলাল উদ্দিন নোমান।
পূর্বকোণ/জেইউ/আরআর