চট্টগ্রামের রাউজানে ছেলের বিয়ের দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ছখিনা বেগম (৮২) নামে এক মা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার ১ নম্বর হলদিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের কমর আলি সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দা মাছুম বলেন, মেহেদী অনুষ্ঠানের স্টেজে মা-ছেলের একসাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। রাতের আনন্দ সকালে যেন বিষাদে পরিণত হয়। সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। বরযাত্রী যখন আনন্দ দুপুরের দিকে রাউজান পৌরসভার জানালীহাট ‘আল আমিন কমিউনিটি সেন্টারে’ গিয়ে মধ্যহ্নভোজ এবং নববধূকে নিয়ে বরের বাড়িতে আসার প্রস্তুতি নেন। তখন বর যাত্রীদের নামাজে জানাজার জন্য প্রস্তুতি নিতে হয়।
তিনি আরও বলেন, মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার আড়াইটায় অনুষ্ঠিত হয় সিকদার বাড়ি জামে মসজিদে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, পাঁচ বোন বোন দুই ভাইয়ের মধ্য আবু বকর ছিল সবার ছোট ও সকলের আদরের। দেড়যুগ আগে তাদের বড় ভাই প্রবাসে একতলা ভবন থেকে পড়ে মারা যান। তখনও এক হৃদয় বিদারক দৃশ্য দেখছিল এলাকার মানুষ। আজ ছেলের বিবাহের দিন মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/পিআর