বান্দরবানে সমাজে সুবিধা বঞ্চিত এবং ব্যাংকিং চ্যানেলের বাইরে সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক শিক্ষা-সেবা দেয়ার উদ্দেশ্যে বান্দরবানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বান্দরবান শাখার উদ্যোগে জেলার শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান ইসলামী একাডেমির কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক মো. মইন উদ্দীনের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন সৈয়দ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. হোসেন উজ্জজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন বান্দরবান ইমানুয়েল জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান মো.সোলায়মান, রেইছা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিরু লাল তনঙ্গা, বান্দরবান ইসলামিক একাডেমির শিক্ষক আশরাফ উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান কাউসার, মো. সোহাগসহ অনেকে।
ব্যাংকের পক্ষ থেকে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ও দেশকে স্বনির্ভর করতে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে পাঠানোর গুরুত্ব ও প্রবাসীদের জন্য ব্যাংক কর্তৃক প্রদত্ত নানা ধরনের সেবা ও সুবিধা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, ব্যাংকিং সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে আলোচনা করেন।
এসময় বিনিয়োগের বিভিন্ন দিক ও সঞ্চয়ের নানান সুযোগ সুবিধার বিষয়ে জানানো হয়। এতে শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ প্রায় শতাধিক গ্রাহক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/ইব