কক্সবাজারের মহেশখালী মৈনাক পর্বতের আদিনাথ মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শিব চতুর্দশী পূজা শুরু হয়েছে আজ বুধবার। পাশাপাশি চলছে মেলা।
সাতদিন ব্যাপী এ মেলা ও শিবমন্দির দেখার জন্য ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটেছে বলে মেলার আয়োজকেরা জানিয়েছেন।
তবে ধর্মীয় এই নীতিকে ছাপিয়ে আদিনাথ মেলায় দেখা মিলেছে সকল ধর্মের মানুষের। লাখো ভক্তের সমাগমের কারণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মেলা প্রাঙ্গণে রাত হলে বাড়ছে ভিড়। আগত দর্শনাথী ও পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সকলে একসাথে উৎসবমুখর পরিবেশে মেলা উপভোগ করছেন। মেলায় প্রসিদ্ধ খাবার মিঠাইর জিলাপি সবার কাছে প্রিয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালীর আদিনাথ মন্দির। শিব চতুর্দশী পূজা ও মেলা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করে পূজা ও মেলা চলছে। এখানে নৌবাহিনী, পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা রয়েছে পুরো পূজা ও মেলা প্রাঙ্গণ।
শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সম্পাদক উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল জানান, এই বছর স্থানীয় প্রশাসনের পক্ষ হতে মেলার সাত দিনের অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া গত বছরের চেয়ে এই বছর মেলায় লোক সমাগম বেশি । তাই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় দুই শতাধিক নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করছে।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ পূর্বকোণকে বলেন, আদিনাথ মেলা যেন সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সর্তক পাহারায়।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ