সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থে শত শত বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।
দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর অংশগ্রহণে সমতল ভূমি থেকে সাড়ে তিন কি.মি. উচ্চ পাহাড় চূড়া পর্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা এ মেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। ফলে মেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মহাতীর্থের পণ্ডিত রাজীব ভরদ্বাজ জানান, এবার শিব চতুর্দশী তিথি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে। তিথি থাকবে পরদিন (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডে।
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, আনুমানিক কয়েক’শ বছর ধরে শিব চতুর্দশী তিথির একদিন আগে পুর্ণ্যার্থীদর আগমন ঘিরে শিব চতুর্দশী মেলা শুরু হয় এবং তিথি শেষ হবার পর মেলাও শেষ হয়। সে হিসেবে এবার ২৫-২৭ ফেব্রুয়ারি তিন শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় পাহাড় চূড়া থেকে সমতল ভূমির সাড়ে তিন কি.মি. এলাকায় দেশ-বিদেশের ১৫-২০ লাখ ভক্তের আগমন হয়।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ সুপার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সীতাকুণ্ড থানার ওসি স্রাইন কমিটি ও মেলা কমিটিকে নিয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন মেলায় পুলিশ, ডিবি, ডিএসবিসহ ৫ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী নিয়োজিত থাকবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল ইসলাম বলেন, আমি এখানে নতুন যোগ দিয়েছি। কিন্তু এর বহু আগে থেকে ঐতিহ্যবাহী এ মেলার কথা জানি। মেলাটিকে নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় যাবতীয় প্রস্তুতি নিয়েছি আমরা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, প্রতিবছর মেলায় চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে বলে জানতে পেরে চট্টগ্রাম পুলিশ সুপার স্যার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। আমরাও কোনরকম অপকর্ম পেলে বিন্দুমাত্র ছাড় দেব না।
পূর্বকোণ/ইব