কক্সবাজারের চকরিয়ায় হাজারো জাতীয় পরিচয়পত্র “এনআইডি কার্ড” পাওয়া নিয়ে তোলপাড় চলছে। নষ্ট করা বা পরিত্যক্ত কার্ড কিভাবে বাইরে গেছে, তার সঠিক তথ্য বের করতে রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে তদন্ত শুরু হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কয়েকজন লোক গত শনিবার বিকালে খবর দেন চকরিয়া পৌরসভার মধ্যম বাটাখালীস্থ সড়কের উপর বিপুল এনআইডি কার্ড পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো উদ্ধার করি। নির্বাচন কর্মকর্তা বলেন, এনআইডিগুলো ২০০৮ সালের হালনাগাদ করা। অনেক পরে এনআইডিগুলোর বিপরীতে সংশ্লিষ্ট ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হয়েছে। এরপর পুরানো প্রাথমিকভাবে তৈরি করা কার্ড নষ্ট করে ফেলা হয়। সেই নষ্ট করা এনআইডি কিভাবে বাইরে গেছে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসন তদন্তের গতি আরও বাড়িয়ে দেয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন,এনআইডি কার্ড কিভাবে বাইরে গেছে সে তথ্য দ্রুত উদঘাটন করতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইসিটি অফিসার, ডিজিএফআই চকরিয়ার ফিল্ড অফিসার ও জাতীয় গোয়েন্দা সংস্থার ( এনএসআই) ফিল্ড অফিসার।
পূর্বকোণ/আরআর/পারভেজ