চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

লোহাগাড়ায় ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান।

 

তিনি জানান, মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ওই সময় পণ্য সামগ্রী মজুদ ও বিক্রিতে অনিয়ম পাওয়ায় মদিনা স্টোর’র মালিক তানজিমকে ২০ হাজার টাকা, ফরিদ স্টোর’র মালিক ফরিদকে ১০ হাজার টাকা এবং জাফর স্টোর’র মালিক আবু হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

 

 

পূর্বকোণ/মনির/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট