কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের দুই সংবাদকর্মী অন্তর দে বিশাল ও জয় বৈদ্য তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক রোহিঙ্গা যুবকের নাম মো. সৈয়দ (৪০)। তিনি উখিয়া কুতুপালং ক্যাম্প ৩, ৩৪ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
ট্রেনের যাত্রীরা জানান, সৈয়দের সাথে ৫ জন ছিল, যাদের মধ্যে তার ছেলেমেয়েও ছিল। তবে তাকে আটকের পর বাকি ৪ জন পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি।
সংবাদকর্মীরা জানান, তাদের সন্দেহ হলে তারা সৈয়দকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা এবং চাকরির উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে।
কক্সবাজার রেলওয়ে অস্থায়ী ক্যাম্প পুলিশের পরিদর্শক মো. শাহজালাল জানান, সৈকত এক্সপ্রেস ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সৈয়দ উখিয়া থেকে আইডি কার্ডটি তৈরি করেছেন এবং চট্টগ্রামে চাকরির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, আইডি কার্ড ছাড়াই মোবাইল নম্বর দিয়ে টিকিট কেটে ট্রেনে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে কোনো রোহিঙ্গা যদি অন্য মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কাটে, তা দণ্ডনীয় অপরাধ।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ