খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুইমারা উপজেলাধীন সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিবত্রন চাকমা ওই এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বাহির থেকে বিবত্রন চাকমা তার নিজ বসতঘরে এসে বসে। বসার কিছুক্ষণ পর বেশ বড় একটি বজ্রপাতে নিজ ঘরে তার মৃত্যু হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লাশের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ