চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ফটিকছড়িতে গ্যারেজ মিস্ত্রির লাশ উদ্ধার

নাজিরহাট সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫২ অপরাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. মেহরাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মেতুয়া ফকির বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক ওই এলাকার নুরুল বশরের ছেলে।

 

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, নিহত যুবক পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি এবং মানসিক ভারসাম্যহীম ছিলেন। মাগরিবের আগে নিহতের পিতা ঘরের একটি কক্ষের ছাদের বাঁশের সাথে রশিতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সন্তানের নিথর দেহ দেখতে পান। পরে চিৎকার চেঁচামেচিতে ঘটনা জানাজানি হয়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ হস্তগত করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশের গলায় কালো দাগ ছাড়া আর কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট