কক্সবাজারের লিংকরোডে বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করেছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে লিংকরোড বিট কাম স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান শোভনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, দখলদাররা দক্ষিণ মুহুরীপাড়ায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ও বেড়া দিয়ে বনভূমি দখলের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয় এবং বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়।
স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান শোভন জানান, কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুহুরীপাড়ার শামশুরঘোনায় ২০০৭-০৮ অর্থবছরে সৃজিত সামাজিক বনায়নের ভেতরে এই অভিযান চালানো হয়। অভিযানে টিন দিয়ে নির্মিত অবৈধ স্থাপনা এবং ঘেরা বেড়া উচ্ছেদ করা হয়। এ সময় ৮টি জায়গা থেকে বেড়া সরিয়ে ফেলা হয় এবং একটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিযানের মাধ্যমে আনুমানিক ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। বনভূমি দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বনভূমি রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ