চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরশে মেয়র শাহাদাত

কুতুবদিয়া সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ

গাউসে মুখতার হযরত-উল আল্লামা শাহ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আজমী (রাহ.) এর ২৫ তম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরী থেকে কুতুবদিয়া এসে পৌঁছান তিনি। সেখানে আসরের নামাজ শেষে মালেক শাহ’র দরবার শরীফ জেয়ারত করেন। পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

 

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ আগে কুতুবদিয়ায় সরাসরি হুজুরকে দেখেছিলাম। এরপর তেমন আসা হয়নি। তবে আজকে দ্বিতীয়বারের মতো আধ্যাত্মিক একজন ধর্মীয় মহামানবের দরবারে এসে খুবই আনন্দিত এবং আবেগাপ্লুত। জিয়ারতের পাশাপাশি হুজুরের বংশধর যারা আছেন তাদের সাথে বেশ আলাপ আলোচনা হয়েছে।

 

তিনি আরো বলেন, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে পরবর্তী জেনারেশনকে দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে সকলে একতাবদ্ধ হয়ে সততার সহিত কাজ করব।

 

সর্বোপরি তিনি কুতুবদিয়ার মানুষের জীবনমান সমৃদ্ধি ও বাণিজ্যিক সুবিধার্থে একটি ব্রিজ খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট