চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মাতামুহুরি নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

চকরিয়া সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে ভাসমান একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুমস্থ এলাকা থেকে ওই লাশ উদ্ধার হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি।

 

মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মো. ইদ্রিস জানান, সন্ধ্যার দিকে নদীতে অজ্ঞাতনামা ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট