চট্টগ্রামের বোয়ালখালীতে বার্ষিক বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় পৌরসভার আরাকান সড়কের কারখানাটির সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। এসময় তারা সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশ শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
শ্রমিকেরা জানান, বছরের পর বছর কাজ করলেও কোনো বেতন বাড়ানো হয় না। কোনো সুযোগ সুবিধা নেই। তাই এ কর্মসূচি পালন করছেন।
মালিকপক্ষ শ্রমিকদের দাবিসমূহ বিবেচনা করার আশ্বাস এবং এইদিন সাধারণ ছুটি ঘোষণা দিলে দুপুর ১টার সময় শ্রমিকরা বাড়ি ফিরে যান।
কারখানার এইচআর এডমিন আবু আলম জানান, প্লাস্টিক কারখানায় দেড় হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ১২৫০ জন পুরুষ ও ২৫০ জন নারী শ্রমিক। তাদের কারোরই বেতন বকেয়া নেই।
কারখানা মালিকের পক্ষে সিএফও ফরমান তৈয়ব ও সিবিও মোস্থাক আহাম্মদ আন্দোলনকারী শ্রমিকদের সাথে আলোচনা করেন। এতে মালিকপক্ষ শ্রমিকদের দাবিসমূহ পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন। বৈঠকে শ্রমিকরা এইদিন সাধারণ ছু্টি দাবি করলে তা মেনে নেওয়া হয়।
পূর্বকোণ/পিআর