চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে নাশকতার মামলার ৩ আসামি গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুকুরিয়া,বাহারছড়া, শীলকূপ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুনসিপাড়ার নুরুল আলমের ছেলে মোহাম্মদ ইদ্রিস ( ৩০), বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওযাড়ের পূর্ববাহারছড়া গ্রামের মৃত গোলাম ফয়েজের ছেলে মো. মমতাজ উদ্দিন (৩৫), শীলকুপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালিয়াখালী এলাকার রফিক উদ্দিনের ছেলে জমির হোসেন (১৯)।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট