চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কক্সবাজারে পর্যটকদের জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৫১ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। এসময় ট্যুরিস্টদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্ট ফোন, ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পর্যটন এলাকায় সকাল ও বিকালে টুরিস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফের বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের শমসুল আলমের ছেলে মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের ছেলে নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর ছেলে দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মৃত জহির আলমের ছেলে ইদ্রিস (৩২)।

 

জানা যায়, ১০ ফেব্রুয়ারি ভোর রাতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম তাদের আটক করে। এছাড়া কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট ও অন্যান্য বীচ এলাকায় নিয়মিত কয়েকটি চক্র ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আইনের আওতায় আনা হবে বলে আভিযানিক টিম।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের টিম। পৃথক অভিযানে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন, কক্সবাজারে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যারা ছিনতাই করছেন ও ট্যুরিস্টদের হয়রানি করা হচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। পর্যটন স্পটগুলোকে নিরাপদ রাখতে ও অপরাধীদের ধরতে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত কাজ করছে। এছাড়া ছিনতাইকারীদের বিভিন্ন চক্রের সদস্যদের আটক করতে বিশেষ টিম গঠন করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট