চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালসের) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জারুলতলা প্রাঙ্গণে সংগঠনের সদস্যের সরাসরি ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।
এতে সভাপতি হিসাবে নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাকিল বিন আলিম ও সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ জিসান নির্বাচিত হন। সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইমুনুল ইসলাম।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ শুয়াইব। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী, লোক প্রশাসনের প্রভাষক মুহাম্মদ সাদি চৌধুরী, শিক্ষার্থী বেলাল হাশেম, ওবায়দুল সালমান, ইরফানুর রহমান, নাজমুল ইসলাম সাজিদ, হারুনুর রশিদ ও শহিদুল ইসলাম।
নব-নির্বাচিতরা বলেন, আর্থ-সামাজিক ও একাডেমিক অগ্রগতি অর্জন করে চুসালসকে গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে চুসালসের সৃষ্টিশীল ও সেবাধর্মী কার্যক্রম সাতকানিয়া লোহাগাড়ার সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
পূর্বকোণ/ইব