চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের খালাইম্যার অউর নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধার নাম সোনাজান বিবি (৭০)। তিনি একই এলাকার আবু মিয়ার প্রথম স্ত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানে আলম ও ফারাঙ্গা চাম্বী লেক ব্যবস্থাপনা পরিচালক মাস্টার মাহাবুবুর রহমান।

 

ইউপি সদস্য জানে আলম জানান, নিহতের বাড়ির অদূরে বনভূমি এলাকায় তার গৃহপালিত একটি গরু ঘাস খাওয়ার জন্য খুঁটি দিয়ে বেঁধে দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ ওই বনাঞ্চল এলাকা থেকে গরুটি আনতে গেলে বৃদ্ধা বন্যহাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে বন্যহাতিটি বৃদ্ধাকে শুঁড় দিয়ে জড়িয়ে মাটির উপর আছাড়ে মারলে মহিলা ঘটনাস্থলে মারা যান। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনেরা ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট