রাঙামাটির রাজস্থলীতে একটি হাতি শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ীপাড়া চিতা খোলার পাহাড়ি ঝিরির পাশ থেকে শাবকটি উদ্ধার করে বনবিভাগ।
রাইখালী রেঞ্জের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা হাসান বলেন, আজ বিকেল সাড়ে ৩টায় কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা হাতির বাচ্চাটি অক্ষত অবস্থায় পেয়েছে। ধারণা করা হচ্ছে মা হাতি খাবারের সন্ধানে গেলে শাবকটি গভীর ঝিরিতে পড়ে যায়।
রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতির শাবকের বিষয়ে শুনেছি, আমার অফিসের স্টাফরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন। তবে উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টার পর বুঝা যাবে শাবকটি ইকো পার্ক নাকি সাফারি পার্কে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, গতকাল থেকে ওগাড়ীপাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডবের কথা শুনেছি, বিষয়টি বনবিভাগকে অবহিত করেছি হাতি তাড়ানোর জন্য। আজ সোমবার একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে শুনছি। হাতির শাবকটি উদ্ধারের জন্য বনবিভাগকে বলা হয়ছে। তারা এসে শাবকটি উদ্ধার করে বন বিভাগের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
উদ্ধার হওয়া হাতির শাবকটি যেখানে পড়েছিল তার কিছু দূরে মা হাতি অবস্থান করছে বলে জানা গেছে।
প্রসঙ্গতঃ গত সোমবার থেকে বন্যহাতির তাণ্ডব চলছে উপজেলার গামারী বাগান, ওগাড়ীপাড়া, ইউনিম্রং পাড়ার পাশের কলা বাগানে।
পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ