চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়া আ. লীগের সভাপতি গ্রেপ্তার

লোহাগাড়া সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ

চলমান অপারেশন ডেভিট হান্টের অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায়ও চলছে যৌথবাহিনীর অভিযান। এ অভিযানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টায় উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার জমিদার পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার খোরশেদ আলম চৌধুরী সদর ইউনিয়ন লোহাগাড়ার জমিদার পাড়ার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তিনি ৫ আগস্টের আগে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, গুলিবর্ষণ, হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনাসহ থানায় রুজুকৃত সর্বমোট তিনটি পৃথক মামলার এজাহারনামীয় আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট