চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মো. শাকিব (১৯) সদর ইউনিয়নের দরবেশহাটস্থ আবদুল মন্নানের ছেলে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আমিরাবাদ ইউনিয়নস্থ রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে আরকান সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাফর আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ ইউনিয়নস্থ রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাসা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শাকিল নামে এক যুবক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর