চট্টগ্রাম শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হাটহাজারী সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাম প্রাসাদ দাস (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রী ঘাটা নামক এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চালক রাম প্রাসাদ দাস উপজেলার চৌধুরীহাট এলাকার শান্ত দাসের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ- ০২-৪১০৮) উল্লেখিত স্থান অতিক্রম করার সময় একইমুখী বেপরোয়া গতির বালি বোঝাই ড্রাম ট্রাক (চট্ট মেট্টো দ ১১-২৫৩৬) পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাম প্রাসাদ দাস প্রাণ হারায়।

 

এদিকে ঘটনার পর ঘাতক ট্রাকচালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ শাওন জানান, সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন, তারা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।

 

জানতে চাইলে রাউজান গহিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিস্তারিত সংগ্রহের চেষ্টায় আছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট