আনোয়ারায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় ডাকাতি হওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাতুরী চেীমুহনী এলাকা ও নগরীর হাজারি লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আলী আকবর চেয়ারম্যানের বাড়ির মৃত বকশ খানের ছেলে মো.মনির প্রকাশ সোলাইমান (৪০) ও একই ইউনিয়নের ধানপুরা গ্রামের মিলন ধরের বাড়ির মৃত লাল মোহন ধরের ছেলে আনোয়ারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃণাল কান্তি ধর (৬৫)। বর্তমানে যিনি নগরীর হাজারী লেন ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের মডার্ন ফেন্সী জুয়েলার্স এন্ড বুলিয়নের মালিক।
গ্রেপ্তারের পর মৃণালের হেফাজত থেকে স্বর্ণের ১টি গলার হার, যার ওজন ২ ভরি, স্বর্ণের ২টি হাতের বেসলেট, যার ওজন ১ ভরি, স্বর্ণের ১০টি চেইন, যার ওজন ৪ ভরি, স্বর্ণের কানের দুল ৪টি, ওজন ১ ভরিসহ মোট ৮ ভরি লুট করা স্বর্ণ উদ্ধার করা হয়।
গত ২৯ জানুয়ারি গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের ৩ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়িতে বসবাসকারী বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর কর্ণফুলী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে গিয়াস উদ্দিন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারের পর আসামি মো. মনির প্রকাশ সোলাইমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ আরও তথ্য উদঘাটনের চেষ্টা করছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাতি চক্রের সঙ্গে অনেক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ