চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো উল্টে একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানুনগোপাড়া সড়কের অলি বেকারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- অন্তু নাথ (১৩), বিনতি নাথ (৫০), প্রীতি নাথ (৩৪), সন্তোষ নাথ (৬১), বিকাশ নাথ (৩১) ও বেবি নাথ (৫৫)। তারা সকলে একই পরিবারের সদস্য এবং উপজেলার খরণদ্বীপের বাসিন্দা। আহতরা এক আত্মীয়ের নিমন্ত্রণে যোগ দিতে যাচ্ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে সন্তোষ নাথকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ