আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর আগমন উপলক্ষে
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পেকুয়া উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে পেকুয়া সদরের চেীমুহনী কলেজ গেটে এসে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,
উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবির, এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান মনজু, এসিস্ট্যান্ট সেক্রেটারি দিদারুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি শাহাদাত মোস্তফা প্রমুখ ।
এতে বক্তারা বলেন, দীর্ঘ বহুবছর লডাই সংগ্রাম করে অবশেষে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের অবসান হল। এখন আমরা চাই মানুষ নিরাপদে থাকুক, সৎ শাসন প্রতিষ্ঠা হোক তাই সবাই মিলে একটি সুন্দর ইসলামি রাষ্ট্র কায়েম করে দেশের মানুষ শান্তিতে থাকুক এবং আল্লাহর বিধান অনুসারে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। তাই আর কোনমতে- খুনি হাসিনার মতো সরকার দেশে না আসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মিছিল শেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর পেকুয়া উপজেলা শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ দিদারুল ইসলাম দৈনিক পূর্বকোণকে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। আমরা পেকুয়া উপজেলা থেকে ২০০ গাড়ি দিয়ে ৮ হাজার লোকজনের বিশাল বহর নিয়ে কক্সবাজার যাব। ইনশাআল্লাহ- ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ড় পর্যায়ে থেকে শুরু করে জামায়াতের পক্ষে দিন-রাত কাজ করে দলকে আরও সু সংগঠিত মজবুত করে একটি ইসলামি রাষ্ট্র গড়তে চাই।
পূর্বকোণ/এমরান/এএইচ