চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় চুরিকাঘাতে ছাত্র হত্যা, ৬ জনের নামে মামলা

লোহাগাড়া সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে মুমিনুল হক (১৭) নামের ১০ম শ্রেণির ছাত্র হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নিহত মুমিনুল হকের মা খুরশিদা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় ৬ জনের নামে এবং অজ্ঞাতনামা ৫/৭ জনের কথা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মুমিনুল হক একই ইউনিয়নের নালারকূল এলাকার মোজাম্মেল হক’র পুত্র এবং ১০ শ্রেণির ছাত্র।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় মুমিনুল হককে প্রতিপক্ষরা একা পেয়ে চুরিকাঘাত করে গুরুতর আহত করে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মুমিনুল হক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। ওই সময় মুমিনুল হক’র বন্ধু মুকিত মুমিনুল হককে বাঁচানোর জন্য এগিয়ে গেলে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে তাকে ও গুরুতর আহত করে। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিনকে মৃত ঘোষণা করেন এবং আহত মুকিতকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান  জানান, মামলার আসামিদেরকে আটক করার ব্যাপারে জোর প্রচেষ্টা চলছে। 

পূর্বকোণ/মনির/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট