চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযানে প্রায় ৪ লাখ টাকার অবৈধ সেগুনকাঠ জব্দ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খরনা এলাকা থেকে এসব সেগুন কাঠ জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের পরিমাণ প্রায় ৩৫০ টুকরো। সেগুন কাঠগুলো পটিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বন বিভাগ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় এ কাঠগুলো উদ্ধার করলেও অবৈধ এ কাঠের সাথে সম্পৃক্ত কাউকে আটক করাতে সক্ষম হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। কাঠ বিভিন্ন এলাকা থেকে এখানে এনে স্তুপ করেছিল। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/ইব