চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মাকে নিয়ে যাচ্ছিলেন চিকিৎসকের কাছে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

নাজিরহাট সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

 

নিহত তানিয়া আক্তার (১৪) কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

 

আহতরা হলেন- নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন। 

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কাঞ্জননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড়বোনকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে স্কুলশিক্ষার্থী তানিয়া তার মা-বোনস৯ ৪ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘনায় আহত তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

 

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, দুপুরে পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট